প্রেসিডেন্ট হলেও সিনেটের নিয়ন্ত্রণ পাচ্ছে না বাইডেনের দল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১০:১৪ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২০, ১০:৩২ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। তবে নির্বাচনের এক সপ্তাহ পর ঘোষিত আলাস্কার ফলাফলে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ অঙ্গরাজ্যের তিনটি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বাইডেনের সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছেন তিনি।
আলাস্কায় বিজয়ী হয়ে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা এখন ২১৭টি। আর জো বাইডেন ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে এতে স্বস্তিতে থাকতে পারছেন না জো বাইডেন। সিনেটে রিপাবলিকানদের পেছনেই থাকতে হচ্ছে ডেমোক্রেটদের।
ফক্স নিউজ জানিয়েছে, এবারের নির্বাচনে সিনেটে নতুন করে ২০টি আসনে জয়ী হওয়ায় ৫০টি আসন দখলে রয়েছে রিপাবলিকানদের। অপরদিকে ডেমোক্রেটরা ১৩টিতে জয়ী হওয়ায় তাদের দখলে ৪৮টি আসন। আর মাত্র একটিতে জয়ী হলে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে রিপাবলিকানরা। অপরদিকে বাকি দুটিতে জয়ী হলেও সিনেটের নিয়ন্ত্রণ পাবে না ডেমোক্রেটরা।
অবশ্য প্রতিনিধি পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে জো বাইডেনের দল। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে ২১৮টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্রেটরা। অপরদিকে রিপাবলিকানদের দখলে ২০২টি আসন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এখন শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি। এ রাজ্যে সামান্য ব্যবধানে এগিয়ে থাকায় আরও ১৬টি ইলেকেটোরাল ভোট বাইডেনের দখলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।