পরাজয়ের পর এবার টুইট করে প্রতিরক্ষামন্ত্রীকে সরালেন ট্রাম্প

১০ নভেম্বর ২০২০, ১০:৪১ AM
ডোনাল্ড ট্রাম্প ও মার্ক এসপার

ডোনাল্ড ট্রাম্প ও মার্ক এসপার © বিবিসি

নির্বাচনের পর এক সপ্তাহ পার না হতেই টুইট করে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলে দেশটির ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের বর্তমান প্রধান ক্রিস্টোফার মিলার দায়িত্ব গ্রহণ করবেন। এসপারকে বরখাস্তের পরপরই মিলারকে প্রতিরক্ষা সদর দফতরে প্রবেশ করতে দেখা যায় বলে বিবিসি জানিয়েছে।

গত আগস্টে কাউন্টার টেররিজম সেন্টারের দায়িত্ব নেয়ার আগে মিলার স্পেশাল ফোর্সের সাবেক সৈন্য হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ও বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েন। তবে মার্ক এসপার ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পত্রে তিনি গত ১৮ মাসের দায়িত্ব পালনকালে পেন্টাগনের অর্জনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি সংবিধান অনুযায়ী দেশ সেবা করেছি এবং সে কারণেই আমি আমাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত মেনে নিচ্ছি।’ তবে শীর্ষ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করে নেননি তিনি, বরং আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। বাইডেন আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

চলতি বছরের শুরুতে বর্ণবাদ বিরোধী প্রতিবাদে সেনা মোতায়েন নিয়ে হোয়াইট হাউসের সাথে বিরোধে জড়ান মার্ক এসপার। মিনেসোটায় পুলিশের হাতে নির্যাতিত হয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মারা যাওয়ার পর গড়ে ওঠা আন্দোলনের সময় বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

সাবেক সেনা কর্মকর্তা মার্ক এসপার এটিকে অপ্রয়োজনীয় মন্তব্য করেছিলেন যা হোয়াইট হাউসকে অসন্তুষ্ট করেছিলো। এ বিরোধের জের ধরে মার্ক এসপারকে বরখাস্ত করা হতে পারে খবর বের হয়। এসপার ন্যাটোর প্রতি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গীর সাথেও একমত ছিলেন না।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬