পরাজয় মেনে নিতে বললেন স্ত্রী মেলানিয়াও, নারাজ ট্রাম্প

০৯ নভেম্বর ২০২০, ০১:১৪ PM
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়া ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়া ট্রাম্প © ইন্টারনেট

ভোট গণনার প্রায় শুরু থেকেই দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নাছোড়, সহজে হার মেনে নিতে রাজি নন। একের পর এক টুইট করে জালিয়াতির অভিযোগ তুলে সরব হয়েছেন। তার মধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়াসহ ট্রাম্পের ঘনিষ্ঠরা তাঁকে হার মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যগুলো।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মেলানিয়া-ঘনিষ্ঠরা জানিয়েছেন, ফার্স্ট লেডি প্রসিডেন্টকে বলেছেন, ‘সময় এসেছে. এবার হার স্বীকার করো।’ আর একটি সংবাদমাধ্যমের দাবি, প্রেসিডেন্টের মেয়ের জামাই ও তার পরামর্শদাতা জ্যারেড কুশনার তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, বিদায়ী প্রেসিডেন্টকে তিনি বলেছেন, ‘ভোটের ফল মেনে নিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ করুন।’

তবে স্ত্রী-জামাই ভোটের ফল মেনে নিতে অনুরোধ করলেও প্রেসিডেন্টের অবস্থানকেই সমর্থন করেছেন তাঁর দুই ছেলে। এরমধ্যেই ফের টুইট করে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, জালিয়াতি করে তাঁকে হারানো হয়েছে।

টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘আমরা মনে করি এরা চোর। যন্ত্রগুলোতে কারচুপি করা হয়েছে। এটা চুরির নির্বাচন। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, এটা পরিষ্কার চুরির ভোট ছিল। যে কারণে কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন।’ টুইটে তার দাবি, ‘ওঁরা যা চুরি করতে চেয়েছিল সেটাই করেছে। সেখানেই ফারাকটা তৈরি হয়েছে।’

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬