বাইডেনকে শুভেচ্ছা জানালেন জর্জ বুশও, এরপরও অনড় ট্রাম্প

০৯ নভেম্বর ২০২০, ১১:৪১ AM
জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ

জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তিনি বলেছেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক পার্থক্য থাকলেও আমি মনে করি, জো বাইডেন ভালো মানুষ হবেন।’

তার সাফল্য কামনা করে এক বিবৃতিতে বুশ বলেছেন, ‘দেশকে নেতৃত্ব দেওয়া ও ঐক্যবদ্ধ করার সুযোগ জিতেছেন তিনি। ডেমোক্রেট হিসেবে লড়লেও সব আমেরিকানের প্রেসিডেন্ট হবেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ও ওবামার জন্য যা চেয়েছিলাম, জো বাইডেনের জন্যও তা চাইছি।’

তিনি বাইডেন ও কমালা হ্যারিসের সঙ্গে কথা বলেছেন জানিয়ে বলেন, ‘আমি জো বাইডেনের সঙ্গে কথা বললাম। দেশপ্রেমিক বার্তার জন্য আমি তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি। কমালা হ্যারিসের সঙ্গেও কথা বলেছি।’ এছাড়া ট্রাম্পকে লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, সাত কোটির বেশি ভোট পাওয়া অসাধারণ রাজনৈতিক অর্জন, যা বাইডেনের পর ইতিহাসে সর্বোচ্চ।

ট্রাম্পের দলের হলেও বর্ণবাদ আন্দোলনের সময় তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন বুশ। ওই সময় তিনি বলেছিলেন, ‘অবিচার এবং পাশবিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনায় আমি আর লরা বুশ বিরক্ত।’

এদিকে নিজ দলের মধ্যে বিভক্তি ও বিরোধীতা ক্রমেই বাড়লেও ভোট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ তুলে এখনও অনড় অবস্থানে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা ছাড়তেও নারাজ। এছাড়া কয়েকটি রাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করে স্থানীয় সময় আজ সোমবার থেকে পূর্ণাঙ্গ আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন জো বাইডেন। বিশ্বের শীর্ষস্থানীয় সব গণমাধ্যম জানাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে জয়ী হয়েছেন বাইডেন। ফক্স নিউজ জানিয়েছে, বাইডেন পেয়েছেন ২৯০ ইলেকটোরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬