দেখা মিলল মার্কিন নির্বাচন কমিশনারের—বললেন, জালিয়াতির প্রমাণ নেই

নির্বাচনে জালিয়াতি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনার এলেন ওয়াইনট্রাব
নির্বাচনে জালিয়াতি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনার এলেন ওয়াইনট্রাব  © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। তবে এবারের নির্বাচন নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক অভিযোগ করেছেন, অনিয়ম, জালিয়াতির। তবুও দেখা মিলছিল না দেশটির নির্বাচন কমিশনের। তবে দীর্ঘ নিরাবতা ভেঙে অবশেষে সামনে এসেছেন একজন নির্বাচন কমিশনার।

নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ নাকচ করেছেন একজন নির্বাচন কমিশনার। সিএনএন জানিয়েছে, মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনার এলেন ওয়াইনট্রাব বলেছেন, ‘এবারের নির্বাচনে জালিয়াতির কোনো প্রমাণ নেই। রাজ্য ও স্থানীয় কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তারা সজাগ রয়েছেন।’ নির্বাচন নিয়ে খুব কম অভিযোগ এসেছে বলেও জানান তিনি।

ওয়াইনট্রাব বলেন, ‘ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই। প্রকৃতপক্ষে এ বিষয়ে কথা বলারও কিছু নেই। কারণ দেশের জনগণ ও নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞরা এগিয়ে এসেছেন। তারা নির্বাচন নিয়ে কাজ করেছেন।’

শনিবার (৭ নভেম্বর) বিশ্বের শীর্ষস্থানীয় সব গণমাধ্যম জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে জয়ী হয়েছেন বাইডেন। ফক্স নিউজ জানিয়েছে বাইডেন পেয়েছেন ২৯০ইলেক্টরাল কলেজ ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট। বাইডেনের জয়ের পর তাকে বিশ্বনেতারা অভিনন্দন জানাচ্ছেন নির্বাচিত হওয়ার জন্য।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence