বারবার নাকচ করা সেই বাইডেনকেই সিক্রেট সার্ভিসের কঠোর নিরাপত্তা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ১১:১৪ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২০, ১১:১৪ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিক্রেট সার্ভিস। ইতিমধ্যে তার ডেলাওয়্যারের বাড়ি ও আশপাশের এলাকায় সাময়িকভাবে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।
যদিও এর আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন একাধিকবার নিরাপত্তা চাইলেও তা বারবার নাকচ কয়ে দেয়া হয়। তবে এখন জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে ব্যাপক নিরাপত্তা দেয়া শুরু করবে সিক্রেট সার্ভিসের সদস্যরা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন, এমন সম্ভাবনা তৈরি হওয়ার পর সেখানে অতিরিক্ত সিক্রেট সার্ভিসের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বাইডেনের ক্যাম্পেইনের প্রধান কার্যালয়েও অতিরিক্ত সদস্য প্রেরণ করা হয়েছে।
সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি সংস্থা। হোয়াইট হাউস ছাড়াও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিদেশী শীর্ষস্থানীয় অতিথি ও কর্মকর্তাদের নিরাপত্তা দিয়ে থাকে এ সংস্থার সদস্যরা। জো বাইডেন ক্যাম্পেইন শুরুর পর গত জুলাই থেকে তার নিরাপত্তা বাড়িয়েছে সিক্রেট সার্ভিস।
ফক্স নিউজের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর মাত্র ছয়টি ভোট পেলেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট।
অপরদিকে সিনেটে এ পর্যন্ত দু‘দলের অবস্থান সমান, ৪৮টি করে আসনে জয়ী হয়েছে। আর প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দল ২১২ আসন পেয়ে এগিয়ে আছে। রিপাবলিকানদের দখলে গেছে ১৯৪টি আসন।