চলছে শেষ মুহূর্তের ভোট গণনা, স্পষ্ট হচ্ছে বাইডেনের সম্ভাবনা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২০, ০৩:২৮ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২০, ০৩:২৮ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে এরই মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে জো বাইডেন। ভোটের দিন রাতেই তিনি ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন। বিভিন্ন গণমাধ্যমে আসা পূর্বাবে জানা গেছে, তার হাতে আসা ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৬৪। দেশটির অঙ্গরাজ্যের পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও আলাস্কায় এখনও ফলাফল স্পষ্ট হয়নি।
এদের মধ্যে নেভাদায় বাইডেন এগিয়ে আছেন। এছাড়াও জর্জিয়া আর পেনসিলভানিয়ায় ক্রমেই তিনি ব্যবধান কমিয়ে আনছেন ট্রাম্পের সাথে। সেই সাথে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সব মিলেয়ে জয়ের সম্ভাবনা স্পষ্ট হচ্ছে তার।
এদিকে বেশকিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৬৪ হলেও সিএনএন-সহ অন্যান্য জরিপ অনুযায়ী বাইডেনের ইলেক্টোরাল ভোট ২৫৩টি। এপি ও ফক্স নিউজের পূর্বাভাসে অ্যারিজোনায় বাইডেনকে জয়ী বলা হলেও সেখানে শেষ খবর অনুযায়ী কয়েক লাখ ভোট গণনা বাকি।
অ্যারিজোনায় এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। সিএনএন বলছে, সেখানে বাইডেন ৪৬ হাজার ২৫৭ ভোটে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার অ্যারিজোনার সেক্রেটারি অব স্টেট ক্যাটি হবস বলেন, এখনও সাড়ে ৪ লাখ ভোট গণনা বাকি আছে। ভোট গণনা করতে কত সময় লাগবে তা এখনও পরিষ্কার নয়।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও ব্যবধান কমে এসেছে। সেখানে ১০ শতাংশের কম ডাকযোগে আসা ভোট গণনা বাকি আছে। সব মিলিয়ে ২৬ লাখ ১৮ হাজার ৫৬৫ ব্যালটের মধ্যে ২ লাখ ৫০ হাজার ৬৬৬ ব্যালট গণনা বাকি। এরমধ্যে ফিলাডেলফিয়াতে ৭২ হাজার ৪৭০ ব্যালট গণনা বাকি। এ শহরের ২০ শতাংশ ভোট অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ব্যালট। এ অঙ্গরাজ্যটিতে মাত্র দশমিক ৬ শতাংশ ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বাইডেন যদি এখানে জিতে যান তবে অ্যারিজোনা বাদেই তার ভোট সংখ্যা ২৭০ পার হয়ে যাবে।
পেনসিলভানিয়ার মতো পরিস্থিতি জর্জিয়াতেও। ১৬টি ইলেক্টোরাল কলেজ ভোট আছে এখানে। জর্জিয়াতে এখন খুবই সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সর্বশেষ তথ্য অনুসারে, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর মাত্র ১ হাজার ৭৯৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ডাকযোগে আসা ভোট বাইডেনকে সুবিধাজনক অবস্থায় রেখেছে। সেখানেও বাইডেন জয়ী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৭৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এখানে ৯৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এ অঙ্গরাজ্যেও ডাকযোগে আসা সব ভোট গণনায় দেরি হবে। এই রাজ্যে ট্রাম্পের জয়ের সম্ভাবনা উজ্জ্বল।