যুক্তরাষ্ট্রের বাকি ৫ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা হবে কখন?

০৬ নভেম্বর ২০২০, ১২:২০ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষে অধিকাংশ রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়েছে। এখন দুই রাজ্যের ফলাফলের উপর ঝুলে আছে বর্তমান বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলীয় প্রার্থী জো বাইডেনের ভাগ্য। এ রাজ্যগুলোর ফল কখন ঘোষণা হবে সেদিকেই এখন নজর গোটা বিশ্বের।

বাকি রাজ্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জর্জিয়া। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিনের শুরুর দিকে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ নির্বাচন কর্মকর্তা জানিয়েছিলেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় (গ্রিনিচ মান সময় বিকেল সাড়ে ৫টা বা বাংলাদেশ সময় সাড়ে ১১টার) ভোট গণনার কিছু নতুন তথ্য জানানো হবে। কিন্তু সেই তথ্য এখনও আসেনি।

যে রাজ্যের ওপর পরবর্তী প্রেসিডেন্টের ভাগ্য নির্ভর করছে সেই নেভাদাতেও ভোট গণনার কিছু নতুন তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ তথ্য জানানোর কথা ঠিল। তবে এখনও ঘোষণা না করা হলেও এই ফলাফল যেকোন মুহূর্তে আসতে পারে। রিপাবলিকানরা এই রাজ্যে গণনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের দাবি, ১০ হাজার লোকের ভোট পড়েছে যারা আর ওই অঙ্গরাজ্যের বাসিন্দা না।

এদিকে অ্যারিজোনায় স্থানীয় সময় রাত ৯টার আগে (গ্রিনিচ মান সময় রাত ২টা, বাংলাদেশ সময় সকাল ৮টা) নতুন কোন তথ্য আসার সম্ভাবনা নেই। কয়েকটি টিভি চ্যানেল ইতোমধ্যেই বলে দিয়েছে, জো বাইডেন এই রাজ্যে জিতেছেন। তবে অনেক গণমাধ্যম সেই তথ্য নিশ্চিত হতে পারেনি।

পেনসিলভেনিয়া রাজ্যের রিপাবলিকান আইনসভা ভোটের আগে যে কোন ব্যালট পত্র গণনা নিষিদ্ধ করেছিল। এর ফলে মনে করা হচ্ছে, এই রাজ্যের চূড়ান্ত ফলাফল জানতে কয়েক দিন লেগে যাবে।

অপরদিকে নর্থ ক্যারোলাইনাতে আগামী ১২ নভেম্বরের আগে ফলাফল আসার সম্ভাবনা কম। ভোটের দিন ডাকযোগে যেসব ব্যালট পাঠানো হয়েছে তা ১২ নভেম্বর পর্যন্ত আসবে এবং সেগুলো সবই গণনা করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে। সর্বশেষ আরো দুটি রাজ্যে জয় পেয়ে প্রেসিডেন্ট হওয়া দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন বাইডেন। তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন।

আর ৬টি পেলেই প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন বাইডেন। রিপাবলিকান দলীয় সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ এই খবর দিয়ে বলছে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট। বাকি রাজ্যগুলোতে তিনি এগিয়ে থাকলেও নেভাদায় পিছিয়ে থাকায় বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন সবাই।

তবে নেভাদায় খুব সামান্য ব্যবধানে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কোনো কারণে বাইডেন রাজ্যটিতে পিছিয়ে গেছে জয়ী হতে পারেন ট্রাম্প। এছাড়া আরও কিছু বিষয় বিবেচনায় ডোনাল্ড ট্রাম্পেরও জোরালো সম্ভাবনা রয়েছে জয়ী হওয়ার। তবে সিনেটে দু’দলের অবস্থানই সমান, পেয়েছে ৪৮টি করে আসন। আর হাউসে ডেমোক্রেটদের দখলে ২০৮টি। আর রিপাবলিকানরা জিতেছে ১৯০টি আসনে।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬