টুইট করে ডোনাল্ড ট্রাম্প বললেন— ভোট গণনা বন্ধ করুন

০৫ নভেম্বর ২০২০, ১১:২৬ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষে কয়েকটি রাজ্যে শেষ মুহুর্তের ভোট গণনা চলছে। এরমধ্যে ফিলাডেলফিয়ার গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এরপর আদালতের নির্দেশে সেখানে ভোট গণনা বন্ধ করে দেয়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছেন।

এদিকে ভোটের গণনায় ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন আরও এগিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে দূরত্ব যখন বাড়ছে, তখনই ভোট গণনা বন্ধের দাবি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, ‘গণনা বন্ধ করুন।’

এর আগে বুধবার তার ভাষণে ট্রাম্প এই নির্বাচনকে ‘মার্কিন জনগণের ওপর এক জালিয়াতি’ বলে বর্ণনা করেন। এসময় তিনি ‘সব ভোট বন্ধ’ করার ডাক দেন। যদিও তার দাবি অনুযায়ী পরিকল্পিত জালিয়াতির কোন প্রমাণ পাওয়া যায়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। ভোট গণনা বন্ধ করার জন্য ট্রাম্পের প্রচারণা দল বেশ কয়েকটি রাজ্যে মামলাও দায়ের করেছে। তবে জালিয়াতি বা কারচুপির ওপর কোন প্রমাণ তারা দাখিল করেনি।

জো বাইডেন মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন। আর ৬টি পেলেই প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট। বাকি রাজ্যগুলোতে তিনি এগিয়ে থাকলেও নেভাদায় পিছিয়ে থাকায় বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন সবাই।

তবে নেভাদায় খুব সামান্য ব্যবধানে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কোনো কারণে বাইডেন রাজ্যটিতে পিছিয়ে গেলে জয়ী হতে পারেন ট্রাম্প। এছাড়া আরও কিছু বিষয় বিবেচনায় ডোনাল্ড ট্রাম্পেরও জোরালো সম্ভাবনা রয়েছে জয়ী হওয়ার। তবে সিনেটে দু’দলের অবস্থানই সমান, পেয়েছে ৪৮টি করে আসন। আর হাউসে ডেমোক্রেটদের দখলে ২০৮টি। আর রিপাবলিকানরা জিতেছে ১৯০টি আসনে।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬