ক্ষমতা গ্রহণে ‘ট্রানজিশনাল টিম’ গঠনের জন্য ওয়েবসাইট খুললেন বাইডেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ১২:০৬ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২০, ১২:৪৯ PM
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও এখনও ফল আসতে বাকি দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের। তবে এরই মধ্যে ‘জয়ের’ প্রস্তুতি নিতে শুরু করেছেন বাইডেন। এরইমধ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ‘বিল্ড ব্যাক বেটার’।
সেখানে বলা হয়েছে, মহামারি থেকে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে জাতিগত বৈষম্য- মারাত্মক সংকটের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে যেতে হচ্ছে।
বাইডেন বলেছেন, ‘আমাদের ট্রানজিশন টিম পুর্ণোদ্যমে প্রস্তুতি নেবে, যাতে বাইডেন-হ্যারিস প্রশাসন দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই সক্রিয় থাকতে পারে। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন, এটি ‘স্পষ্ট’।
বাইডেন আরও বলেন, আমি বিজয়ের ঘোষণা দিতে আসিনি। আমি বলতে এসেছি, আমরা বিশ্বাস করি, গণনা যখন শেষ হবে, তখন আমরাই নিজেদের বিজয়ী হিসেবে দেখতে পাব।
প্রসঙ্গত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন ২৬৪টি। নেভাদায় ছয় ইলেকটোরাল ভোট নিশ্চিত হলেই ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তিনি।
এ ছাড়া এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফল পাওয়া যায়নি সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেক্টোরাল ভোট, জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলিনায় ১৫ এবং পেনসিলভানিয়ায় ২০টি।
নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হলে অন্য সবই যদি ট্রাম্প জেতেন, তা হলেও তার ইলেকটোরাল ভোট দাঁড়াবে ২৬৮টিতে। ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না তিনি। সে ক্ষেত্রে ট্রাম্পকে নেভাদায়ও জিততে হবে।