১৫ বছরের কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, মন্ত্রী বললেন মদ্যপ ছিলাম

১৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৭ PM

© ফাইল ফটো

১৫ বছরের এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপি কফোদ। এই ঘটনায় তোলপার পুরো ডেনমার্ক। এই ঘটনাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বলে ক্ষমা চেয়েছেন তিনি।

কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে তিনি জড়িয়েছেন ২০০৮ সালে। তিনি বলেন, আমি মদ্যপ ছিলাম। আমি বোকা ছিলাম। আমি জানি যে, কেবল দুঃখ প্রকাশ করাটা এক্ষেত্রে যথেষ্ট নয়।

তিনি এর আগে দাবি করেছেন, কিশোরীকে তিনি চিনতেন না এবং তার বয়স সম্পর্কেও অবগত ছিলেন না।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর মিটু হ্যাশট্যাগে আন্দোলন শুরু হয়। ব্যাপক সমালোচিত হতে থাকেন জেপি। বিরোধীদলের নেতারা তার অতীত নিয়ে ব্যাপক সমালোচনা করছেন। এতো বছর পর এসে একজন মন্ত্রীর ক্ষমা চাওয়াটা মূল্যহীন হিসেবেও উল্লেখ করছেন তারা।

তবে জেপি বলছেন, এটা অনেক পুরনো ঘটনা। আর তখন তিনি মন্ত্রী ছিলেন না। আর আমি অনেক পাল্টে গেছি।

দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসন বলেন, ঘটনাটি গুরুতর। তবে ডেনমার্কে নিযুক্ত হওয়া মন্ত্রীদের প্রতি আমার আস্থা আছে। জেপি ক্ষমা চেয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র : স্পুটনিক নিউজ

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬