১৯ মাসের শিশুকে মাস্ক না পরায় পুরো ফ্লাইট বাতিল!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:১২ PM
কানাডার একটি এয়ারলাইনস ১৯ মাসের শিশুকে মাস্ক না পরানোয় পুরো ফ্লাইট বাতিল করেছে। এমনকি এ জন্য পুলিশও ডাকে তারা। গত মঙ্গলবার কানাডার ক্যালগারি থেকে টরেন্টো অভিমুখী ছিল ওয়েস্টজেট কোম্পানির ওই ফ্লাইটটি।
ওয়েস্টজেট কোম্পানির দাবি, একটি পরিবার যাত্রাকালে মাস্ক পরতে অস্বীকৃতি জানালে ফ্লাইটটি বাতিল করা হয়।
বিবিসি জানায়, কানাডার ক্যালগেরি থেকে টরন্টোর উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ওয়েস্টজেট কোম্পানির ফ্লাইট-৬৫২। এ সময় সাফওয়ান চৌধুরী নামে ওই ফ্লাইটের এক যাত্রীর ১৯ মাস বয়সী মেয়ের মুখে মাস্ক না দেখে বাধা দেন ফ্লাইটসংশ্লিষ্ট কর্মকর্তারা। মেয়েটি কোনোমতেই মাস্ক পরতে চাচ্ছিল না। বিষয়টি নিয়ে শোরগোল বাধলে ফ্লাইটটিই বাতিল হয়ে যায়।
এ বিষয়ে শিশুটির বাবা সাফওয়ান চৌধুরী জানান, ওয়েস্টজেট তার ১৯ মাস বয়সী মেয়েকে জোর করে মাস্ক পরাতে চেয়েছিল। কিন্তু তার মেয়ের কান্না থামছিল না তখন।
সাফওয়ান বলেন, স্ত্রী ও দুই মেয়েকে তিনি ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় তার ৩ বছর বাচ্চাটি মাস্ক খুলে নাস্তা খাচ্ছিল। এসময় তারা আমার বাচ্চার দিকে ফিরে বলে যে-ফ্লাইটের প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে হবে, নয়ত ফ্লাইট ছাড়বে না।’
তিনি আরও অভিযোগ করেন, ওয়েস্টজেটের কর্মীরা পুলিশও ডাকে। এমনকি বাচ্চার মুখে মাস্ক না থাকায় তাদের এয়ারপোর্ট ত্যাগ করতে বলা হয়। নয়তো গ্রেফতার করিয়ে কারাগারে পাঠানোর হুমকিও দেয়।
এমন ঘটনার পর বিরক্তি প্রকাশ করেছেন ওই ফ্লাইটের অন্যান্য যাত্রীরা। ১৯ মাস বয়সী শিশুকে মাস্ক পরানো নিয়ে ওয়েস্টজেটের এমন আচরণকে যাত্রীরা বাড়াবাড়ি হিসেবেই দেখছেন।
সূত্র: বিবিসি