২৪ দিন পর ফের করোনা রোগী শনাক্ত নিউজিল্যান্ডে

১৬ জুন ২০২০, ১১:৫২ AM

© সংগৃহীত

টানা ২৪ দিন পর নিউজিল্যান্ডে ফের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটি সর্বশেষ প্রায় চার সপ্তাহ কোনো রোগী পাওয়া যায়নি। তবে এবার পাওয়া গেল দু’জন। তারা যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে জানানো হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছেন, করোনার সংক্রমণ কমে আসায় গত সপ্তাহে দেশের ভেতর বিমান চলাচল চালু করে নিউজিল্যান্ড। তবে দেশে ফেরা সবাই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।

এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে সংক্রমণের আশঙ্কায় কড়া নজরদারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বেইজিংয়ে নতুন আরো ১০০ জন করোনা রোগী পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলছেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, নতুন করোনা রোগী পাওয়া যাবেই। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে এটাকে ঠেকানোও যাবে বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বের ১৮৮টি দেশ এবং অঞ্চলে এ পর্যন্ত প্রায় ৭৯ লাখ ১২ হাজার ৯৮১ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর বিশ্বব্যাপী মারা গেছেন চাার লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। আর মারা গেছেন ৩৮ জন। বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা হাজার ২০৯ জন।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬