যে উপায়ে করোনাভাইরাসের বিরুদ্ধে সফল নিউজিল্যান্ড

০৮ জুন ২০২০, ১১:৫৪ AM

© বিবিসি

নিউজিল্যান্ডে করোনাভাইরাসের কারণে আরোপিত সকল প্রকার কড়াকড়ি তুলে নেয়া হয়েছে। দেশটিতে টানা লকডউান সর্বনিম্ন স্তরে চলে আসছে আজ রাতেই। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন ঘোষণা দিয়েছেন, দেশের ভেতর সকল প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে।

বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় দেশের মানুষ যেভাবে একাত্ম হয়ে ত্যাগ স্বীকার করেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন আরডার্ন। তবে তিনি বলেছেন, আবারো রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।

মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ড করোনাভাইরাসকে কোনো সুযোগই দেয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। টানা পাঁচ সপ্তাহের কঠোর লকডাউন মেনে চলে দেশটি। করোনাভাইরাস নিয়ে খুব সিদ্ধান্ত নেয় দেশটি, এ নিয়ে কোনো দ্বিধাও ছিল না সেখানে।

করোনা সংক্রমণ শুরুর পর গত ১৯ মার্চ যখন লকডাউন দেওয়া হয় নিউজিল্যান্ডে, তখন রোগীর সংখ্যা ছিল ৩০। আর এপ্রিলের শেষ দিকে নতুন করে রোগীর সংখ্যা শূন্যের কোটায় চলে আসে। গত মে মাস থেকেই নানাভাবে তুলে নেয়া হয় কড়াকড়ি। তবে এখনই সীমান্ত খুলছে না দেশটি।

বাংলাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। আর বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৭০ লাখ রোগী শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। এছাড়া ভারতে শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৬৫৭।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬