বিমানে করোনা উপসর্গযুক্ত যাত্রী, জানালা দিয়ে লাফ দিলেন পাইলট!

  © সংগৃহীত

করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্ব এখন তটস্থ। করোনা থেকে সুরক্ষার জন্য সংক্রমিত ব্যক্তির নিকটবর্তী না হওয়া সবচেয়ে নিরাপদ। তা করতে গিয়ে এবার এক পাইলট ঘটিয়েছেন অবাক করা কাণ্ড।

বিমানে এক যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আতঙ্কে জানালা দিয়ে ঝাঁপ দিয়েছেন তিনি। গত শুক্রবার (২০ মার্চ) ভারতের পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার একটি বিমানে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে করোনাভাইরাসে সাত জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ জনে।

গত শুক্রবার ওই বিমানটিতে এমন এক যাত্রী ছিলেন। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে। এ কথা পর আতঙ্কিত হয়ে পড়েন ওই পাইলট। বিমানটি অবতরণের সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে ককপিটের সেকেন্ড এক্সিট অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে ঝাঁপ দেন।

এয়ার এশিয়া ভারতের এক মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসের লক্ষণযুক্ত ওই যাত্রী বিমানের প্রথম সারিতেই বসেছিলেন। তাকে নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয় বিমানে।


সর্বশেষ সংবাদ