খেলার মধ্য দিয়ে শেখা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০১৯, ০৯:২১ PM , আপডেট: ২০ মে ২০১৯, ০৯:৩৮ PM
খেলার ছলে, আনন্দ পাঠের মাধ্যমে কীভাবে দৈনিক নতুন শব্দগুলো শেখা ও মনে রাখা যায় তা নিয়ে নানা পদ্ধতি আবিষ্কার করেছেন ঢাকার কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষা অধিদফতর আয়োজিত ‘উদ্ভাবনী মেলা ও শোকেসিং-২০১৯’ প্রতিযোগিতায় কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটে (পিটিআই) মেলার উদ্বোধন করেন ।
কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, ‘লুডুর ছক্কার মাধ্যমে ছবি ও শব্দের খেলার মাধ্যমে আমরা শব্দ শেখানো কাজটি করি। শব্দ দিয়েও ছক্কা বানিয়ে তার মধ্যে শব্দগুলো জুড়ে দেয়া হয়। শিক্ষার্থীরা তা নিয়ে খেলতে খেলতে শব্দ শিখবে। যেসব শব্দ শিখেছে তা যেন ভুলে না যায় তার জন্য বায়োস্কোপ বানিয়ে তার মধ্যে শেখানো শব্দগুলো কাগজে লিখে রাখা হয়।’
জানা গেছে, ১১৫টি আইডিয়ার মধ্যে ১৫টি আইডিয়া বাস্তবায়নে তা পরিদর্শন কেন্দ্র তৈরি করা হয়েছে। ১৫টি সেরা উদ্ভাবনী আইডিয়া ও সফল উদ্ভাবকরা হলো- উদ্ভাবনী উদ্যোগ, ক্লাসরুম লাইব্রেরি, দৃষ্টি সংযত ও মনোযোগ, মোবাইল মাসী (বিদ্যালয় বন্ধু), শিশুদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলা, প্রাথমিক বিদ্যালয়ে তথ্য আদান-প্রদানে অনলাইন সার্ভিস, থিম বেইজ ক্লাসরুম (বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস), তৈরি ও তার ব্যবহার, উপজেলা শিক্ষক তথ্য ভাণ্ডার, অনলাইনে বিদ্যালয়ে মেরামত কাজ পরিদর্শন ও জিপিএফ অনুমোদন এবং মাঠ পর্যায়ে সংবাদ প্রেরণ স্থাপন, শিশুর আন্ত মূল্যায়ন, খেলার ছলে গণিত শেখা, লেখাপড়ার পাশাপাশি জীবন দক্ষতা অর্জন ইত্যাদি।
দ্বিতীয়বারের মধ্যে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেরা উদ্ভাবককে পুরস্কার তুলে দেয়া হবে। এ ছাড়াও অংশগ্রহণ করা শিক্ষকদের সনদ দেয়া হবে বলে আয়োজন প্রতিষ্ঠান থেকে জানানো হয়।