সৌদি আরবে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ নরেন্দ্র মোদির
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:১৪ PM
মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমার সমবেদনা তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।
এর আগে সৌদি আরবের মদিনার কাছে যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। রবিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বাসের বেশির ভাগ যাত্রী ছিলেন ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ এলাকার। দলটি মক্কায় উমরাহ আনুষ্ঠানিকতা শেষ করে মদিনার দিকে যাচ্ছিল। সেই সময় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়।