এবার ‘জেন-জি’ বিক্ষোভের মুখে প্লেনে করে পালালেন একটি দেশের প্রেসিডেন্ট

আন্দ্রি রাজোয়েলিনা
আন্দ্রি রাজোয়েলিনা  © সংগৃহীত ছবি

জেনারেশন-জেড (জেন-জি) তরুণদের নেতৃত্বে চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) রয়টার্স একাধিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো জানান, সেনাবাহিনীর কিছু ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের পর রবিবার রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন।

সিতেনি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। তারা নিশ্চিত করেছে, তিনি মাদাগাস্কার ছেড়ে গেছেন।’ এর আগে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কিন্তু পরবর্তীতে তার অবস্থান রহস্যজনকভাবে অজানা হয়ে পড়ে।

আরও পড়ুন: ২০% বাড়ি ভাড়া চাইছেন এমপিওভুক্ত শিক্ষকরা, সরকারি স্কুলের শিক্ষকরা কত শতাংশ পান?

একটি সামরিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, রাজোয়েলিনা রবিবার একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেন। ফরাসি গণমাধ্যম আরএফআই’র দাবি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তির পরই তিনি দেশ ছাড়েন।

সূত্র মতে, মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে একটি ফরাসি সেনা বিমান অবতরণ করে। পাঁচ মিনিট পর একটি হেলিকপ্টারে রাজোয়েলিনাকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তিনি বিমানটিতে ওঠেন।

২৫ সেপ্টেম্বর দেশটিতে পানি ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তবে অল্প সময়ের মধ্যেই তা দুর্নীতি, শাসনব্যবস্থার অবনতি এবং মৌলিক নাগরিক সেবার ঘাটতির মতো ব্যাপক অভিযোগে রূপ নেয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!