২০০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

১৩ অক্টোবর ২০২৫, ০২:৫০ AM
২০০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

২০০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের © সংগৃহীত

আফগান তালেবান ও ভারতসমর্থিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর হামলার জবাবে আত্মরক্ষামূলক অভিযানে ২০০ তালেবানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
 
রবিবার (১২ অক্টোবর) পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, আফগান তালেবান ও ভারত সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তির (টিটিপি) হামলার জবাবে পাকিস্তানি বাহিনী ২০০-এর বেশি সন্ত্রাসীকে হত্যা করেছে।
 
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আফগান ভূখণ্ডে থাকা তালেবান ঘাঁটি, সন্ত্রাসী প্রশিক্ষণকেন্দ্র ও সহায়ক নেটওয়ার্কে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। সীমান্তজুড়ে একাধিক তালেবান স্থাপনা ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানের ভেতরে ২১টি শত্রু ঘাঁটি অস্থায়ীভাবে দখল করা হয়েছে এবং পাকিস্তানের ওপর হামলার পরিকল্পনায় ব্যবহৃত একাধিক প্রশিক্ষণ শিবির অকার্যকর করা হয়েছে।
 
বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান পোস্ট, ক্যাম্প, সদর দফতর ও সন্ত্রাসী নেটওয়ার্কের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যাপক এবং সীমান্তজুড়ে কৌশলগত ও কার্যক্রমগত স্তরে ছড়িয়ে আছে। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ইসলামাবাদ সহযোগিতামূলক কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দেয়, তবে আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসবাদের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।
 
মুখপাত্র আরও বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে পাকিস্তান তালেবান সরকারকে আহ্বান জানিয়েছে যেন তারা তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো—বিশেষ করে এফএকে, এফএইচ ও দায়েশ—নিষ্ক্রিয় করার জন্য তাৎক্ষণিক ও যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করে। আইএসপিআর সতর্ক করেছে, যদি তালেবান সরকার ভারতীয় সহযোগিতায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে অঞ্চলের অস্থিতিশীলতা বাড়ায়, পাকিস্তান থেমে থাকবে না। আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসবাদের মূল উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান চালানো হবে।
 
সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ বেড়েছে। আঙ্গুরআডা, বাজাউর, কুররম, দির, চিত্রাল ও বারামচাসহ একাধিক সীমান্ত এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। উত্তেজনা বৃদ্ধিতে সৌদি আরব, কাতার ও ইরান উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই দেশের মধ্যে সংযম ও সংলাপের মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছে। সূত্র: জিয়ো নিউজ

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেফতার
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা’ খালেদা জিয়ার মৃত্যুর কারণ কিনা, …
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩০ আসনে এনসিপির প্রার্থী যারা
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির পাঁচ শিক্ষার্থী …
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটের মঞ্চে উপস্থিত এনসিপি নেত্রী— ‘গালিগালাজে আমি দমে যাবা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9