এ বছর নোবেল পুরস্কার হিসেবে কত টাকা দেওয়া হচ্ছে?

নোবেল পদক
নোবেল পদক  © সংগৃহীত

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ইতোমধ্যে ২০২৫ সালে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এ বছর মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অর্থমূল্য ধরা হয়েছে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (SEK)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ কোটি ১৯ লাখ টাকা (এক ক্রোনা সমান ১২.৯০ টাকা ধরে).

নোবেল পুরস্কার বিজয়ীকে মূলত তিনটি উপহার প্রদান করা হয়। এগুলো হলো. স্বর্ণপদক, যা ১৮ ক্যারেট সবুজ সোনায় তৈরি এবং ২৪ ক্যারেট সোনায় প্রলেপিত পদক। নোবেল কমিটির পক্ষ থেকে দেওয়া একটি সম্মাননাপত্র সনদ  ও  অর্থ পুরস্কার হিসেবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা বিজয়ীকে দেয়া হয়। এক্ষেত্রে একাধিক বিজয়ী হলে তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় হয়।

নোবেল পুরস্কার বিজয়ীরা সাধারণত এই অর্থ পুরস্কার বিভিন্ন দাতব্য কাজে দান করেন, যা মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


সর্বশেষ সংবাদ