কিডন্যাপড শহীদুল আলম

শহীদুল আলম
শহীদুল আলম  © সংগৃহীত

বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহীদুল আলমকে কিডন্যাপ করেছে ইসরায়েলের ‘অ্যাকুপেশন ফোর্স’। আজ বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক একাউন্টে এক একটি ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।

ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, ‘আমি শহীদুল আলম, বাংলাদেশ থেকে ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বোঝা যাবে যে, আমাদের সমুদ্রপথে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের ‘অ্যাকুপেশন ফোর্স’ কিডন্যাপ করেছে। গাজায় গণহত্যা চালানো এই দেশের সঙ্গে সক্রিয় সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি।’

তিনি তার সহকর্মী ও বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ফিলিস্তাইনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাই। আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার শুক্রাবাদে দৃকপাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে শহিদুল আলম ঘোষণা দেন, গাজায় ইসরায়েলি নৃশংসতা ও গণমাধ্যমের নীরবতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে তিনি যোগ দেবেন।

ঘোষণার পরদিন তিনি ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। যোগদানের ব্যাখ্যায় শহিদুল আলম বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ফিলিস্তিনে মানুষ হত্যা করছে। পাশ্চাত্যের কয়েকটি দেশও এতে সহযোগিতা করছে। তবে পৃথিবীর বহু দেশের মানুষ এর প্রতিবাদ করছে। সেই বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবেই আমি এই ফ্লোটিলায় যোগ দিয়েছি।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!