সুমুদ ফ্লোটিলা ঠেকাতে ২০ যুদ্ধজাহাজ নিয়ে অভিযানে ইসরায়েল

সুমুদ ফ্লোটিলা ঠেকাতে ২০ যুদ্ধজাহাজ নিয়ে অভিযানে ইসরায়েল
সুমুদ ফ্লোটিলা ঠেকাতে ২০ যুদ্ধজাহাজ নিয়ে অভিযানে ইসরায়েল  © সংগৃহীত

গ্লোবার সুমুদ ফ্লোটিলা ঠেকাতে অভিযানে নেমেছে দখলদার ইসরায়েল। ২০টি যুদ্ধজাহাজ নিয়ে শুরু হওয়া এই অভিযান চলবে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত। বুধবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের চ্যানেল-১৩।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকানোর অভিযান বৃহস্পতিবার পর্যন্ত চলবে। জাহাজটি আটকানোর জন্য ২০টি যুদ্ধজাহাজ রয়েছে।

ইসরায়েল মূলত এই অভিযানের অংশ হিসেবেই সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক করেছে। অভিযানের বিষয়টি সংবাদমাধ্যমে সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকের পর প্রকাশ করা হয়। যদিও বিশ্লেষকরা আগেই ধারণা করেছেন, ইসরায়েল যেকোনো উপায়ে সুমুদ ফ্লোটিলা আটকের চেষ্টা চালাবে।

এর আগে ইসরাইলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আমলা ও সিরিয়াস জাহাজ আটক করে। আটক করা আমলা জাহাজে রয়েছেন গ্রেটা থুনবার্গসহ নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জ্বেলিভেলিলে ম্যান্ডেলা।


সর্বশেষ সংবাদ