ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ওষুধ ও অন্যান্য পণ্যের ওপর কড়া বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব ব্র্যান্ডেড বা পেটেন্ট ওষুধে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে।

শুধু ওষুধ নয়, ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন, ভারী ট্রাকের ওপর ২৫ শতাংশ এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। তিনি জানান, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মার্কিন মাটিতে উৎপাদনে উৎসাহ দেওয়া। তার কথায়, ‘যদি কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রেই তাদের ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে বা ইতোমধ্যেই তার নির্মাণকাজ শুরু করে, তাহলে তাদের ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না।‘

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ভারতের মতো ওষুধ রপ্তানিকারক দেশের ওপর বড় প্রভাব ফেলতে পারে। কারণ মার্কিন বাজারে ওষুধের অন্যতম বড় রপ্তানিকারক দেশ হলো ভারত। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।


সর্বশেষ সংবাদ