মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও © সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তার হুমকির’ এবং ‘আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহারের’ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জজ-প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও, মার্কিন ও ইসরায়েলি নাগরিকদের বিচারের জড়িত থাকার অভিযোগে আইসিসির দুই বিচারক এবং দুইজন প্রসিকিউটরের উপর নতুন এ নিষেধাজ্ঞার ঘোষণা করেন।
রুবিও নিষেধাজ্ঞা ঘোষণা করে এক বিবৃতিতে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে রাজনীতিকরণ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ বিচারিক পদক্ষেপের নিন্দা জানান।
যুক্তরাষ্ট্রের নতুন এ নিষেধাজ্ঞার নিন্দা করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তারা সর্বশেষ নিষেধাজ্ঞাগুলিকে আইসিসির স্বাধীনতা এবং নিরপেক্ষতার বিরুদ্ধে একটি স্পষ্ট আক্রমণ বলে অভিহিত করেছে।
এদিকে ফ্রান্সও আইসিসির সাথে যোগ দিয়ে মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং হতাশা প্রকাশ করেছে । কারণ এর একজন বিচারক নিকোলাস গুইলোও নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। আইসিসির অন্য তিন কর্মকর্তা হলেন, কানাডার বিচারক কিম্বার্লি প্রোস্ট, ফিজির ডেপুটি প্রসিকিউটর নাজাত শামীম খান এবং সেনেগালের মামে মান্দিয়ে নিয়াং।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য গুইলোওকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে,কানাডিয়ান বিচারক প্রোস্টকে আফগানিস্তানে মার্কিন কর্মীদের বিরুদ্ধে তদন্ত, খান এবং নিয়াং উভয়ই ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একে ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রচারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
সংবাদ সূত্রঃবিবিসি