ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প

১১ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৭:৩০ PM
ওয়াশিংটন ডিসি

ওয়াশিংটন ডিসি © ওয়াশিংটন পোস্ট

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের ‘অবিলম্বে‘ সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে শহরের অপরাধ দমনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সোমবার (১১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, রাজধানীকে ‘বাগদাদ’-এর সঙ্গে তুলনা করায় হোয়াইট হাউসের সমালোচনা করেছেন শহরের মেয়র মুরিয়েল বাউজার।

স্থানীয় সময় রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প লিখেন, ‘আমরা গৃহহীনদের থাকার ব্যবস্থা করব, তবে রাজধানী থেকে অনেক দূরে। অপরাধীদের সরতে হবে না—তাদের আমরা জেলে পাঠাবো।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের রাজধানী ফেরত চাই। এখানে কোনো ‘ভদ্রলোকি আচরণ’ হবে না।’

ট্রাম্প জানান, সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে তিনি ওয়াশিংটন ডিসিকে ‘আগের যেকোনো সময়ের চেয়ে নিরাপদ ও সুন্দর’ করার পরিকল্পনা তুলে ধরবেন। যদিও পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

২০২২ সালে ট্রাম্প শহরের বাইরে কম খরচের জমিতে শৌচাগার ও চিকিৎসা সুবিধাসহ ‘উচ্চমানের’ তাঁবুতে গৃহহীনদের রাখার প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি তিনি নির্বাহী আদেশে গৃহহীনদের গ্রেপ্তার সহজ করেন এবং ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীকে রাজধানীর রাস্তায় মোতায়েনের নির্দেশ দেন। গত শুক্রবার ইউএস পার্ক পুলিশ, ডিইএ, এফবিআই ও ইউএস মার্শাল সার্ভিসসহ বিভিন্ন সংস্থার প্রায় ৪৫০ জন এজেন্ট মোতায়েন করা হয়।

বিবিসি জানায়, ১৯ বছর বয়সী সাবেক সরকারি কর্মচারীর ওপর কথিত গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ও হামলার ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় রক্তাক্ত ভুক্তভোগীর ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন।

মেয়র বাউজার এমএসএনবিসিকে বলেন, ‘২০২৩ সালে অপরাধের হার বেড়েছিল, কিন্তু এটা এখন ২০২৩ নয়। গত দুই বছরে আমরা সহিংস অপরাধকে ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসেছি।’ তিনি রাজধানীকে ‘বাগদাদের চেয়ে বেশি সহিংস’ আখ্যা দেওয়াকে ‘অতিরঞ্জিত ও ভুল’ বলে মন্তব্য করেন।

যদিও ওয়াশিংটন ডিসির মাথাপিছু হত্যার হার যুক্তরাষ্ট্রের অনেক শহরের তুলনায় বেশি। চলতি বছর এখন পর্যন্ত ৯৮টি হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে। তবে ফেডারেল তথ্য অনুযায়ী, মোট সহিংস অপরাধের সংখ্যা গত বছর ছিল গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন।

ট্রাম্প জানিয়েছেন, সোমবারের সংবাদ সম্মেলনে তিনি শহরে ‘অপরাধ, হত্যা ও মৃত্যু’ বন্ধের পাশাপাশি এর ‘শারীরিক পুনর্নির্মাণ’ পরিকল্পনা ঘোষণা করবেন। তিনি মেয়র বাউজারকে ‘ভালো মানুষ’ আখ্যা দিয়ে বলেন, তার চেষ্টা সত্ত্বেও অপরাধ বেড়েছে এবং শহর আরও ‘নোংরা ও কম আকর্ষণীয়’ হয়ে পড়েছে।

ওয়াশিংটন ডিসির জনসংখ্যা প্রায় ৭ লাখ, যার মধ্যে প্রায় ৩ হাজার ৭৮২ জন গৃহহীন। এর মধ্যে প্রায় ৮০০ জন রাস্তায় বসবাস করছে বলে জানিয়েছে কমিউনিটি পার্টনারশিপ নামের একটি সংস্থা।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9