ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইরানে তিনজনের ফাঁসি কার্যকর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:১২ PM
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। বুধবার (২৫ জুন) উত্তর-পশ্চিম ইরানের উর্মিয়া শহরের একটি কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়।
খবরটি নিশ্চিত করেছে দেশটির বিচার বিভাগের অনলাইন মুখপত্র মিজান অনলাইন, যা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা উদ্ধৃত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ফাঁসিপ্রাপ্তরা মোসাদের হয়ে কাজ করছিলেন এবং তারা ‘বিশেষভাবে প্রশিক্ষিত গুপ্তচর’ হিসেবে পরিচিত ছিলেন। তারা ইরানে একটি ‘মদ্যপানযোগ্য পণ্যের চালান’ ব্যবহারের আড়ালে হত্যা সরঞ্জাম পাচার করছিলেন বলে অভিযোগ করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তারা ইসরায়েলের সঙ্গে মিলে “আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং পৃথিবীতে অশান্তি ছড়িয়েছে”—ইরানি আইনে যা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ।
তবে এই তিনজনকে কখন গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, চলতি মাসের ১৩ জুন ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইরান একাধিকবার গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এর আগে একই অভিযোগে আরও অন্তত তিনজনকে মৃত্যুদণ্ড দেয় ইরান।