মিসাইল © সংগৃহীত
ইসরায়েলের বিরুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই হামলার তরঙ্গ চালানো হয়েছে উন্নত কৌশলে এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সোমবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আইআরজিসির বিবৃতির উদ্ধৃতি দিয়ে তাসনিম জানিয়েছে, “এই হামলা একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়ে সম্পন্ন হয়েছে, যেখানে কঠিন ও তরল জ্বালানিভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে বিশেষ কৌশল প্রয়োগ করা হয়েছে।”
প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলের সাফাদ, তেল আবিব, আশকেলন, আশদোদ এবং বেইসান শহরের অন্তত পাঁচটি স্থানে রকেট হামলার তথ্য রেকর্ড করা হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে ইরান থেকে মিসাইল হামলা চালানোর বিষয়টি। ইসরায়েলজুড়ে এর মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠেছে।