মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলার প্রস্তুতি ইরানের

মার্কিন ঘাঁটি
মার্কিন ঘাঁটি  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরান হামলা করতে পারে। এজন্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে তেহরান। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করা মার্কিন কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে নেমে ইরানের 'ফোর্দো' পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়, তবে ইরান-সমর্থিত হুতি মিলিশিয়া আবারও লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করবে। পাশাপাশি ইরাক ও সিরিয়ার প্রো-ইরানি মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলার চেষ্টা করবে।

মার্কিন সামরিক কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন,  ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চায়— সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর বেশি প্রস্তুতির প্রয়োজন নেই। কারণ তেহরানের কাছে অল্প, মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে, তাতে খুব সহজেই ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পরবে ইরানের সেনাবাহিনী।

তারা আরও জানান, ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো। বিভিন্ন ঘাঁটিতে এ পর্যন্ত সর্বমোট ৪০ হাজারেরও বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।   


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!