ইরান-ইসরায়েল সংঘাতে ‘আগুনে ঘি ঢালছেন’ ট্রাম্প: চীন

১৭ জুন ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১২:০৩ AM
‘আগুনে ঘি ঢালছে’ যুক্তরাষ্ট্র, সতর্ক করেছে চীন

‘আগুনে ঘি ঢালছে’ যুক্তরাষ্ট্র, সতর্ক করেছে চীন © সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যেকার ক্রমবর্ধমান সংঘাতে ডোনাল্ড ট্রাম্প রাজধানী তেহরানে বসবাসকারী মানুষজনকে তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার কথা বলেন। এ ঘটনার পর চীন ট্রাম্প ‘আগুনে ঘি ঢালাছে’ বলে অভিযোগ করেন। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘সংঘাতকে উসকে দেওয়া, ঘিতে আগুন দেওয়া, হুমকি ও চাপ সৃষ্টি করা উত্তেজনা হ্রাসে সহায়তা করে না; বরং তা সংঘাতকে আরও প্রকট ও বিস্তারিত করে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানবাসীদের শহর ছাড়ার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর।

সোমবার (১৬ জুন) কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক বিবৃতিতে তেহরানের নাগরিকদের ‘অতি দ্রুত’ শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, ‘ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকার পাবে না।’

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, কানাডা সফরের সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কানাডায় এক সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের জানান, ইরানকে ৬০ দিন সময় দেওয়া হয়েছিল পরমাণু চুক্তিতে ফিরে আসার জন্য। কিন্তু সেই সময়সীমা অতিক্রম করতেই পাল্টা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬