‘আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন’— বার্তাটি ইরানের নয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন’—এমন বার্তা ভাইরাল হয়েছে। অনেকে দাবি করছেন, বার্তাটি ইরান সরকারের অফিশিয়াল ফেসবুক বা এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। তবে বিষয়টি ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে দেশের শীর্ষ ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম বুম বাংলাদেশ।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তাটির উৎস নিয়ে বিভ্রান্তি তৈরি হয় গত কয়েকদিন ধরেই। একাধিক অনলাইন সংবাদমাধ্যমে এ–সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করা হয়, যাতে ইরানের সরকারি অ্যাকাউন্ট থেকে বার্তাটি পোস্ট করার দাবি করা হয়।

তবে বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে, ফেসবুক বা এক্সে ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান’ কিংবা ‘ইরান মিলিটারি’ নামে যেসব অ্যাকাউন্ট থেকে বার্তাটি ছড়িয়েছে, সেগুলোর কোনোটিই সরকারিভাবে স্বীকৃত নয়। বার্তার ভাষা ও স্টাইলও কূটনৈতিকভাবে অবাঞ্ছিত ও অবাস্তব বলে উল্লেখ করেছে তারা।

বুম বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের তথ্য সামাজিকমাধ্যমে ছড়ালে তা যাচাই না করে বিশ্বাস না করাই উত্তম। কারণ, রাজনৈতিক ও আন্তর্জাতিক সংবেদনশীল ইস্যুতে ভুয়া তথ্য বিভ্রান্তি তৈরি করতে পারে এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে ফেলতে পারে।

ডিসক্লেইমার
প্রসঙ্গত, ‘ট্রাম্পকে কড়া বার্তা: ‘আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ুন’ শিরোনামে সংশ্লিষ্ট এই সংবাদটি প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা বুম বাংলাদেশ’র তথ্যমতে খবরটি সঠিক নয় বলে জানানো হয়। দ্য ডেইলি ক্যাম্পাস টিমও সংবাদটির তথ্য পুনরায় যাচাই করে এবং তাতে ভুল পায়। পরবর্তীতে সে অনুযায়ী সংবাদটি সংশোধন করে।


সর্বশেষ সংবাদ