ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত

১৬ জুন ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
ইরান ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে

ইরান ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে © সংগৃহীত

ইরানের হামলায় ইসরায়েলের অনেক স্থানে বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে বলে জানিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক করপোরেশন। সংস্থাটি জানিয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে বিশেষ দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। বিশেষ করে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎপ্রবাহ লিক হয়ে দুর্ঘটনা ঘটতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক করার জন্য মেরামতের কাজ শুরু হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত ঘনীভূত হওয়ায় অপরিশোধিত তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।

রোববার (১৫ জুন) অপরিশোধিত ও ব্রেন্ট ক্রুড অল্প অল্প করে বাড়তে থাকে। মার্কিন অপরিশোধিত বা ওয়েস্ট টেক্সাস ক্রুড ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৮৫ সেন্ট ও ব্রেন্ট ক্রুড ১ শতাংশ বেড়ে ৭৫ ডলারে পৌঁছেছে। এর আগে আরও কিছুক্ষণ অপরিশোধিত ও ব্রেন্টের দাম আরও বেশি ছিল।

সোমবার (১৬ জুন) ভোরে উপকূলবর্তী ইসরায়েলি শহর হাইফায় আবারও বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় অল্পক্ষণেই আশেপাশের স্থাপনা ও অপরিশোধিত তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, হামলায় অগ্নিকাণ্ড লেগেছে ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়াচ্ছে।

রিল বিজয়ী তরুণদের সঙ্গে দেশ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না’
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের তিন নেতা
  • ২৪ জানুয়ারি ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন শেষ আগামীকাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
বড় হওয়ার চেয়েও ভালো মানুষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ: মাউশি মহা…
  • ২৪ জানুয়ারি ২০২৬