ভারতে ফের হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১০:৫৩ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
ভারতের উত্তরাখণ্ডে যাত্রার ১০ মিনিটের মধ্যে ‘আর্যন এভিয়েশন’ নামের একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটি কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয়। স্থানীয় সময় রবিবার (১৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে যাত্রা শুরুর ১০ মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন তীর্থযাত্রী ও একজন পাইলট ছিলেন। এ দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়, স্থানীয়রা যখন গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে গিয়েছিলেন, তখন তারা হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পান। এরপরই দুর্ঘটনার খবর জানাজানি হয়। এরপর উদ্ধার তৎপরতায় নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স (সাবেক টুইটার)-এ ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে মন্তব্য করেছেন। ওই পোস্টে তিনি জানান স্থানীয় প্রশাসন, এসডিআরএফ ও অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।
এর আগে, গত ৭ জুন কেদারনাথগামী আরেকটি হেলিকপ্টার উড্ডয়নের পরপরই প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলে তা সড়কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। অবতরণের সময় হেলিকপ্টারটির পেছনের রটার একটি পার্ক করা গাড়ির ওপর পড়ে। তবে সেই ঘটনায় সব যাত্রী অক্ষত থাকলেও পাইলট সামান্য আঘাত পান।