ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধা হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে

ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধা হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে
ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধা হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর আগে হাত-পা বেঁধে আটকায় মার্কিন পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওটি ধারণ করেন ভারতীয়-মার্কিন উদ্যোক্তা কুনার জৈন। তিনি জানান, শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ করা হয় যেন তিনি একজন দাগী অপরাধী। ভিডিওতে দেখা যায়, চারজন পুলিশ সদস্য ওই শিক্ষার্থীকে মাটিতে চেপে ধরে আছেন। তাদের মধ্যে দু’জন হাঁটু গেড়ে বসে তাঁর ওপর শারীরিকভাবে চাপ প্রয়োগ করেন, পরে তার হাত ও পা বেঁধে ফেলা হয়।

এক্স-এ (সাবেক টুইটার) কুনার লিখেছেন, “গতরাতে নিউয়ার্ক বিমানবন্দরে একজন তরুণ ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানো হচ্ছিল। আমি নিজ চোখে দেখেছি, তার হাতে হ্যান্ডকাফ ছিল এবং তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। এটি নিছক ফেরত পাঠানো নয়, এটি একটি মানবিক বিপর্যয়।”

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কে ভারতীয় দূতাবাস জানায়, তারা ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কুনার জৈন বলেন, “ঘটনার সময় সেখানে প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন, কিন্তু কেউ কিছু বলার সাহস পাননি। ওই শিক্ষার্থী কিছুটা অস্থির ও দিশেহারা আচরণ করছিলেন। তবে কেন তিনি এমন ছিলেন, তা স্পষ্ট নয়। কর্তৃপক্ষ দাবি করে, তারা হিন্দি বুঝতে পারেন না। শিক্ষার্থীটি হরিয়ানভি ভাষায় কথা বলছিলেন।”

তিনি আরও জানান, “আমি এগিয়ে গিয়ে এক কর্মকর্তাকে বলি, চাইলে আমি অনুবাদ করে সহায়তা করতে পারি। কিন্তু তিনি আমাকে সাহায্য করতে দেননি, বরং আরও পুলিশ ডাকেন।”

জৈন আরও বলেন, “যখন কেউ উগ্র আচরণ করেন, সাধারণত তখন তাদের বিমানে তোলা হয় না। কর্তৃপক্ষ বিমান পাইলটের সঙ্গে কথা বলে এবং পাইলট জানান, ওই শিক্ষার্থী যাত্রীদের জন্য ঝুঁকি হতে পারেন, তাই তাকে বিমানে নেওয়া যাবে না। এরপরই সাত-আটজন পুলিশ এসে তাকে জোর করে ধরে ফেলে এবং হাত-পা বেঁধে দেয়। এই দৃশ্য দেখে আমি নিজেই কেঁদে ফেলি।”

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র থেকে শত শত ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, তাঁদের অনেককেই হাত-পা বেঁধে বিমানে তোলা হয়।


সর্বশেষ সংবাদ