টানা বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, বন্যা ও ধসে ৪৪ জনের মৃত্যু

টানা বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত
টানা বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত  © সংগৃহীত

উত্তর-পূর্ব ভারত টানা বর্ষণে ভয়াবহ দুর্যোগের মুখে। বন্যা ও ভূমিধসের কবলে পড়ে গত কয়েক দিনে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে এই পর্যন্ত মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে আসামে। রাজ্যের ২১টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই নতুন করে প্রায় ১ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। নতুন করে যারা প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে ৬ জন অসমের বিভিন্ন জেলার বাসিন্দা। মণিপুর ও অরুণাচল প্রদেশে একজন করে নিহত হয়েছেন।

কেন্দ্রীয় জল কমিশনের রিপোর্ট অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের জলস্তর নেমাটিঘাট ও তেজপুরে বিপদসীমার ওপরে উঠে গেছে। এই পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। তিনি রাজ্যে অবিরাম বর্ষণে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে তাকে অবগত করেছেন।

আসামের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা শ্রীভূমি—যেখানে প্রায় ২ লক্ষ বাসিন্দা ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকেই ঘরছাড়া হয়ে পড়েছেন। পরবর্তী ক্ষতিগ্রস্ত জেলা নগাঁও। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগে দেড় হাজারের বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence