স্ত্রীর হাতে থাপ্পড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ!

ইমানুয়েল মাক্রোঁ
ইমানুয়েল মাক্রোঁ  © সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার শিকার হলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান থেকে নামার সময় স্ত্রী ব্রিজিৎ মাক্রোঁর হাতে থাপ্পড় মারছেন বলে মনে হচ্ছে। এই ভিডিও ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

ভিডিও অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্টের বিমান ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মাটিতে নামার পর দরজার সামনে এসে হাসিমুখে দাঁড়ান মাক্রোঁ। সেই সময় আচমকাই বিমানের দরজার আড়াল থেকে এক লাল পোশাক পরিহিত হাত তাঁর মুখ লক্ষ্য করে ছুটে আসে। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে মাক্রোঁ কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে যান। এরপর তিনি ও তাঁর স্ত্রী একসঙ্গে বিমান থেকে নেমে আসেন। তবে মাক্রোঁর বাড়ানো হাত ধরতে অস্বীকৃতি জানান ব্রিজিৎ। যা আরও জল্পনা বাড়িয়েছে। 

প্রসঙ্গত, ওই সময় প্রেসিডেন্ট-পত্নীর পরনে ছিল লাল পোশাক। যা ভিডিওর দৃশ্যের সঙ্গে মিলে যায়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় জোর আলোচনা ও ট্রলিং। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন— তবে কি সত্যিই স্ত্রীর হাতে চড় খেলেন মাক্রোঁ?

প্রেসিডেন্টের দপ্তর প্রথমে এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও পরে জানানো হয়, ভিডিওটি ভুয়ো এবং বিভ্রান্তিকর। তবে ফরাসি সংবাদমাধ্যম ‘BFMTV’ দাবি করেছে, ভিডিওটি আসল এবং ঘটনাটি সত্য। তাদের প্রতিবেদন অনুযায়ী, সফরে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর মধ্যে এক দাম্পত্য কলহ হয়েছিল, যার জেরেই হ্যানয়ের বিমানবন্দরে এমন দৃশ্য সামনে এসেছে।

তবে এটি বাস্তবেই ‘হাত তোলা’ ছিল কিনা, নাকি নিছক কাকতালীয় মুহূর্ত— সে বিষয়ে বিতর্ক এখনো অব্যাহত। ঘটনার সত্যতা নিয়ে বিতর্ক চললেও, ফরাসি প্রেসিডেন্টের সফরের চেয়ে এই মুহূর্তে বেশি আলোচনায় রয়েছে এই চমকপ্রদ ভিডিও।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!