কাশ্মির ইস্যু নিয়ে মোদির আবারও হুশিয়ারী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  © সংগৃহীত

রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ হুশিয়ারী দেন।

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।

ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি ‘পানি ও রক্ত’ প্রসঙ্গ টেনে এনেছেন। কাশ্মিরে সংঘটিত বন্দুক হামলার পরদিনই পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুদ্ধবিরতিতে রাজি হলেও ভারতের ওই চুক্তিতে ফিরে যাওয়ার কোনো আগ্রহ নেই।

প্রধানমন্ত্রী মোদি আরও জানান, যদিও সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে, কিন্তু ‘অপারেশন সিঁদুর’ এখনো সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। তার ভাষায়, ‘সন্ত্রাসবাদের ছায়াতলে কোনো আলোচনার পথ নেই, সন্ত্রাস ও বাণিজ্য একসাথে চলতে পারে না। তেমনি রক্ত ও পানি একসাথে প্রবাহিত হতে পারে না।’ পাকিস্তান ভবিষ্যতে কী পদক্ষেপ নেয়, তার ভিত্তিতেই ভারতের প্রতিক্রিয়া নির্ধারিত হবে বলেও তিনি জানান। 

অপারেশন সিঁদুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জবাবদিহি নীতির পুনর্নির্ধারণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সন্ত্রাস মোকাবিলায় ভারত তার নিজস্ব নীতির পথেই চলবে এবং ইসলামাবাদের পক্ষ থেকে কোনো ধরনের পারমাণবিক হুমকি বা চাপের কৌশল ভারত মেনে নেবে না।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!