গাজার নিহত শিশুদের ছবি দেখানোয় ফরাসি সংসদের অধিবেশন স্থগিত

ফ্রান্সের জাতীয় পরিষদের অধিবেশন
ফ্রান্সের জাতীয় পরিষদের অধিবেশন  © সংগৃহীত

গাজায় নিহত শিশুদের ছবি প্রদর্শন করায় ফ্রান্সের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) এক অধিবেশন স্থগিত করেছেন পরিষদের সভাপতি ইয়েল ব্রাউন-পিভেট। শনিবার (১২ এপ্রিল) সরকারের প্রশ্নোত্তর পর্বে বক্তব্যের শেষে এই ছবি দেখান ফার-লেফট দল ফ্রান্স আনবাউড (এলএফআই)-এর সংসদ সদস্য আয়মেরিক ক্যারোঁ।

ছবি দেখানোর সঙ্গে সঙ্গে ব্রাউন-পিভেট বলেন, “আপনার কথা বলার অনুমতি নেই। অধিবেশন স্থগিত করা হলো। বিষয়টি সংসদীয় ব্যুরোর কাছে পাঠানো হবে।”

বক্তব্যে গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন ক্যারোঁ। তিনি বলেন, “গাজা ধীরে ধীরে একটি বন্দিশিবিরে রূপ নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী যে মাত্রার বর্বরতা চালাচ্ছে, তা বর্ণনার ভাষা ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক ইতিহাসে এমন নিষ্ঠুরতা দেখা যায়নি।”

তিনি দাবি করেন, এ পর্যন্ত ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। “প্রতিদিন ফিলিস্তিনি শিশুদের পুড়িয়ে মারা হয়, পিষে ফেলা হয়, টুকরো টুকরো করা হয়, মাথায় গুলি করা হয়, অচেতন না করেই অঙ্গচ্ছেদ করা হয়, বন্দি করা হয়,” বলেন ক্যারোঁ।

এই সহিংসতায় যাঁরা নীরব কিংবা প্রত্যক্ষ–পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন, তাঁদের ‘সহযোগী’ আখ্যা দেন তিনি। “যাঁরা নেতানিয়াহুর সরকারকে সমর্থন করেন, ইসরায়েলের কট্টর ডানপন্থী প্রচার ছড়ান, জাতিসংঘের সমালোচকদের আক্রমণ করেন বা শর্তহীনভাবে ইসরায়েলি মন্ত্রীদের প্যারিসে স্বাগত জানান, তাঁরাই সহযোগী,” বলেন তিনি।

ক্যারোঁ বলেন, “এখানে এত সহযোগী আছেন, কারণ ফিলিস্তিনি শিশুদের জীবন আপনাদের কাছে অন্য শিশুদের জীবনের চেয়ে কম মূল্যবান। আপনাদের কাছে তারা কেবল সংখ্যা। কিন্তু আমাদের কাছে, তারা আমাদেরই সন্তান।”

বক্তব্যের একপর্যায়ে তিনি ও তাঁর দলের সদস্যরা গাজায় নিহত শিশুদের ছবি দেখান। সেখানে ছিল বিসান আল-হিন্দি নামের এক শিশুর ছবি, যিনি ঘুমন্ত অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত হন।

ক্যারোঁ বলেন, “এই শিশুদের নাম ছিল, মুখ ছিল, তারা বেঁচে থাকার স্বপ্ন দেখত। আজ তাদের মুখ আমাদের বিবেককে প্রশ্ন করে।”

তথ্যসূত্র: আনাদোলু আজানসি


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence