‘বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মন্দায় প্রবেশ করেছে’

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র হয়ত ইতোমধ্যেই অর্থনৈতিক মন্দায় প্রবেশ করেছে, এমন সতর্কবার্তা দিয়েছেন বিশ্বের সর্ববৃহৎ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকরক–এর প্রধান ল্যারি ফিঙ্ক। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করায় এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজ শুক্রবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এ প্রকাশিত সংবাদের এমন দাবির কথা জানানো হয়েছে। 

চীনের ঘোষণা অনুযায়ী, তারা মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করছে। এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর ফিঙ্ক বলেন, “আমি মনে করি, আমরা এখন মন্দার খুব কাছাকাছি, যদি না ইতোমধ্যেই তাতে ঢুকে গিয়ে থাকি।”

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যাকরক প্রধান জানান, ‘বর্তমানে বিশ্ব অর্থনীতি এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে নির্দিষ্টতা না আসা পর্যন্ত প্রায় সব খাতেই ধীরগতি দেখা দেবে।’

আরো পড়ুন: বিনিয়োগ বাড়াতে হলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: আবদুল আউয়াল মিন্টু

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে এখন ৯০ দিনের পাল্টা শুল্কের সময়সীমা রয়েছে — যা আরও দীর্ঘমেয়াদি এবং গভীর অনিশ্চয়তা তৈরি করবে।’

গত সপ্তাহে আন্তর্জাতিক আর্থিক বাজারগুলো ব্যাপক অস্থিরতায় কেটেছে। ডলারের মান হ্রাস পেয়েছে এবং মার্কিন ঋণের সুদের হার বেড়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জেপি মরগান চেজ–এর প্রধান নির্বাহী জেমি ডাইমন বলেন, ‘মার্কিন অর্থনীতি বর্তমানে গভীর অস্থিরতার মধ্যে রয়েছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই পরিস্থিতিতে ওয়াল স্ট্রিটের বহু কোম্পানি চলতি বছরের লাভের আশা ছেড়ে দিতে পারে।’

বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। বাণিজ্য যুদ্ধ, শুল্ক বৃদ্ধির পাল্টাপাল্টি পদক্ষেপ এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যদি দ্রুত কোনো সমাধান না আসে, তাহলে এই অর্থনৈতিক অনিশ্চয়তা আরও দীর্ঘস্থায়ী হয়ে পড়তে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence