ইসরায়েলকে ঘিরে নেতিবাচক মনোভাব বাড়ছে মার্কিনিদের মধ্যে

১০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৭ AM
আন্দোলন

আন্দোলন © সংগৃহীত

বর্তমানে অধিকাংশ মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছেন বলে জানিয়েছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ। মঙ্গলবার (৮ এপ্রিল) প্রকাশিত এক জরিপে উঠে এসেছে, ৫৩ শতাংশ মার্কিনি এখন ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখছেন। ২০২২ সালের মার্চে এই হার ছিল ৪২ শতাংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো হামলার পর শুরু হয় গাজা যুদ্ধ, যা এখনো অব্যাহত রয়েছে। এই যুদ্ধ এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড অনেক মার্কিন নাগরিকের মনোভাবে পরিবর্তন এনেছে।

পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি। ২০২২ সালে যেখানে ৫৩ শতাংশ ডেমোক্র্যাট নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, ২০২৪ সালের জরিপে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ শতাংশে। রিপাবলিকানদের মধ্যেও নেতিবাচক দৃষ্টিভঙ্গির হার বেড়েছে—২০২২ সালে যা ছিল ২৭ শতাংশ, তা এখন দাঁড়িয়েছে ৩৭ শতাংশে।

বিশেষ করে ৫০ বছরের কম বয়সী রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে। জরিপে দেখা গেছে, এই বয়সসীমার প্রায় অর্ধেক রিপাবলিকান বর্তমানে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তবে ১৮ থেকে ৪৯ বছর বয়সী রিপাবলিকান ছাড়া অন্যান্য বয়সের মার্কিন নাগরিকরা মনে করছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।

ইসরায়েল ও মার্কিন ইহুদি সম্প্রদায়ের মধ্যকার দূরত্বও সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের সরকার ও সুপ্রিম কোর্টের মধ্যে চলমান দ্বন্দ্ব এবং গাজা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে, এখনও ৭৩ শতাংশ মার্কিন ইহুদি ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।

শ্বেতাঙ্গ ধর্মপ্রচারকগণ ইসরায়েলের প্রতি বেশি সহানুভূতিশীল হলেও, শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্টদের মধ্যে ৫০ শতাংশ এবং ক্যাথলিকদের মধ্যে ৫৩ শতাংশ ইসরায়েলের ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

অন্যদিকে, মার্কিন মুসলিমদের মধ্যে ৮১ শতাংশ জরিপ অংশগ্রহণকারী ইসরায়েলের বিরুদ্ধে মত দিয়েছেন এবং মাত্র ১৯ শতাংশ ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন।

সূত্র : মিডল ইস্ট আই

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬