ভারতের ২১ শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে

০৭ এপ্রিল ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪১ PM
প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে ভারতের ২১ শহর

প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে ভারতের ২১ শহর © সংগৃহীত

ভারতের পাঁচটি রাজ্যের ২১ শহরের তাপমাত্রা গতকাল রোববার ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। আগামী তিন দিনেও দিল্লিবাসীকে এমন চরম আবহাওয়া মোকাবিলা করতে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও উড়িষ্যার শহরগুলোয় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্র বাড়তে শুরু করে। এই কয়েক দিনের মধ্যে প্রায় প্রতিটি শহরের তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত বেড়েছে।

ভারতের আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ার পেছনে বাতাসের গতি হ্রাসের একটি ভূমিকা রয়েছে, বিশেষ করে দিল্লিতে।

আরও পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে ঢামেক  চিকিৎসকদের বিক্ষোভ

আবহওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে ভূপৃষ্ঠে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার হতে পারে। এরপর বাতাসের গতি ধীরে ধীরে হ্রাস পাবে এবং বিকেলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪-৬ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সন্ধ্যা ও রাতে এটি দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ কিলোমিটারেরও কম গতিতে প্রবাহিত হবে।

আবহাওয়া অফিসের আশঙ্কা, ৬-১০ এপ্রিলের মধ্যে গুজরাটের কিছু জায়গায় তাপপ্রবাহ বজায় থাকবে। একই সময়ে রাজস্থানেও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন এলাকা, হরিয়ানা, চণ্ডিগড়, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও পশ্চিম উত্তরপ্রদেশেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

ট্যাগ: ভারত
৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬