ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীতে একটি যুদ্ধবিমান অবতরণ করেছে
লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীতে একটি যুদ্ধবিমান অবতরণ করেছে  © সংগৃহীত

ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন। এ ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার (৭ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সশস্ত্র গোষ্ঠী হুতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার সানার একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।

পাশাপাশি, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
 
এর আগে, হুতিরা জানিয়েছে মার্কিন বিমান হামলায় তাদের ঘাঁটি সাদায় কমপক্ষে ২জন নিহত এবং ৯জন আহত হয়েছেন।

এদিকে ইয়েমেনে বিমান হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি দাবি করেছেন, বিদ্রোহী গোষ্ঠী হুতির যোদ্ধাদের একটি সমাবেশের ওপর বিমান হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে হুতি বলেছে, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইয়েমেনে তীব্র বিমান হামলার প্রেক্ষিতে লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হুতি। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence