গাজায় ১৫ চিকিৎসাকর্মীকে হত্যার পর ভুল স্বীকার করল ইসরায়েল

০৬ এপ্রিল ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৩ AM

© সংগৃহীত

দক্ষিণ গাজায় ১৫ জন চিকিৎসাকর্মীকে হত্যার ঘটনায় তাদের সৈন্যরা ভুল করেছিল বলে স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গত ২৩ মার্চ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক গাড়ির সমন্বয়ে গঠিত বহর রাফাহর কাছে এই হামলার শিকার হয়েছিল। 

রবিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইসরায়েল দাবি করেছিল যে, সৈন্যরা গুলি চালায় কারণ ওই গাড়ির বহরটি ‘সন্দেহজনকভাবে’ অন্ধকারে হেডলাইট না জ্বালিয়ে এগিয়ে যাচ্ছিল। এছাড়া ওই যানবাহনগুলোর চলাচলের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আগে থেকে সমন্বয় করা হয়নি বা কোনো অনুমোদন নেওয়া হয়নি।

কিন্তু নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, গাড়িগুলোর লাইট জ্বালানো ছিল এবং তারা আহত মানুষকে সাহায্য করতে সাড়া দিয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, নিহত চিকিৎসাকর্মীর অন্তত ছয়জন হামাসের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু এখন পর্যন্ত তার এর স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। তবে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে, গুলি চালানোর সময় তারা নিরস্ত্র ছিল।

নিউ ইয়র্ক টাইমস শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভোরের আগে রাস্তায় গাড়িগুলো দাঁড়ানো মাত্র গুলি চালানো শুরু হয়।

ভিডিওটি পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে চলে, যেখানে চিকিৎসাকর্মী রিফাত রাদওয়ানকে তার শেষ প্রার্থনা পড়তে শোনা যায়, এরপর ইসরায়েলি সৈন্যদের কণ্ঠ শোনা যায়, যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসে।

শনিবার সন্ধ্যায় এক আইডিএফ কর্মকর্তা সাংবাদিকদের জানান, এর আগে সৈন্যরা তিনজন হামাস সদস্য থাকা একটি গাড়িতে গুলি চালায়। 

যখন অ্যাম্বুলেন্সগুলো সাড়া দিয়ে ঘটনাস্থলের দিকে এগোয়, তখন আকাশ থেকে নজরদারি চালানো পর্যবেক্ষকরা মাটিতে থাকা সৈন্যদের জানান যে কনভয়টি ‘সন্দেহজনকভাবে অগ্রসর হচ্ছে’।

ভিডিওটি পাঁচ মিনিটের বেশি সময় ধরে চলে, যেখানে প্যারামেডিক রেফাত রাদওয়ানকে শেষ প্রার্থনা করতে শোনা যায়, এরপর ইসরায়েলি সৈন্যদের কণ্ঠস্বর শোনা যায় যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসছিল।

শনিবার সন্ধ্যায় এক আইডিএফ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সৈন্যরা এর আগে এক গাড়িতে থাকা তিনজন হামাস সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পরে অ্যাম্বুলেন্স বহরটি ঘটনাস্থলে পৌঁছালে আকাশপথ থেকে নজরদারি চালানো পর্যবেক্ষকরা সৈন্যদের সতর্ক করেন যে, ‘সন্দেহজনকভাবে’ কিছু গাড়ি এগিয়ে আসছে। যখন অ্যাম্বুলেন্সগুলো হামাস সদস্যদের গাড়ির পাশে দাঁড়ায়, সৈন্যরা মনে করে তাদের ওপর হামলা হতে পারে এবং গুলি চালায়। যদিও জরুরি সহায়তাকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না।

ইসরায়েল স্বীকার করেছে, তারা আগে যে বলেছিল গাড়িগুলোতে লাইট ছিল না সেটি ভুল ছিল এবং এজন্য ঘটনায় জড়িত সৈন্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে জানিয়ে তাদের দায়ী করা হয়।

ভিডিওতে দেখা যায়, গাড়িগুলো স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং চিকিৎসাকর্মীরা দূর থেকে দৃশ্যমান ক্ষমতাসম্পন্ন পোশাক পরে ছিলেন।

আইডিএফ কর্মকর্তা বলেন, ১৫ জন নিহত কর্মীর মৃতদেহ বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করতে সৈন্যরা বালুর নিচে পুঁতে রাখে। পরদিন রাস্তা পরিষ্কার করার জন্য গাড়িগুলো সরিয়ে কবর দেওয়া হয়।

ঘটনার এক সপ্তাহ পরও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা করতে না পারায় এবং ঘটনাস্থলের অবস্থান নির্ধারণে ব্যর্থ হওয়ায় মরদেহগুলো উদ্ধার করা যায়নি। পরে এক ত্রাণ দল মরদেহগুলো খুঁজে পেলে রেফাত রাদওয়ানের মোবাইল ফোনও পায়, যাতে ওই হামলার ভিডিও ছিল।

নিহতদের কারো হাত বাঁধা ছিল বা তাদের কাছ থেকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে কিছু প্রতিবেদনে বলা হলেও তা অস্বীকার করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তা।

আইডিএফ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা এই ঘটনার একটি ‘বিশদ তদন্ত’ চালাবে, যাতে ঘটনাপ্রবাহ এবং পরিস্থিতি মোকাবিলার পদ্ধতি বোঝা যায়। রেড ক্রিসেন্টসহ অনেক আন্তর্জাতিক সংস্থা এ ঘটনায় একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তালিকা চেয়েছে ইসি
  • ১১ জানুয়ারি ২০২৬
এক-এগারোবিরোধী ছাত্রদল নেতারা কেমন আছে?
  • ১১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে ছাত্রদলের খাবা…
  • ১১ জানুয়ারি ২০২৬
বাড়ি নির্মাণকালে মাটি নিচে মিলল মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফ…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9