যুক্তরাষ্ট্রের শুল্কারোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের

০৪ এপ্রিল ২০২৫, ১২:৩৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
চীনের পতাকা

চীনের পতাকা © সংগৃহীত

আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্য ঘাটতি’ কাটাতে নতুন শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এ শুল্ক বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। সেইসাথে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে। কিন্তু তাদের নতুন শুল্ক নীতি বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার ভারসাম্যকে উপেক্ষা করছে। চীন এর তীব্র বিরোধিতা করছে এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেবে।

এতে আরও বলা হয়, আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের ঢালাও শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর গভীর বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এটি বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে উল্টে দিতে পারে। এসব শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নীতিবিরোধী। এটা সংশ্লিষ্ট দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের গুরুতর ক্ষতি করবে।

এর আগে, বুধবার (২ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে, যা চলতি বছরে আগের ২০ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে মোট ৫৪ শতাংশ হবে।

নির্বাচনে হ্যাঁ-না ভোটে কার লাভ, কার ক্ষতি—জানালেন মির্জা গ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার…
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটের প্রার্থীর ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিয…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ পেছাল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের জনসভায় নেতাকর্মীদের ঢল, নারীদেরও ব্যাপক সমাগম
  • ২৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের…
  • ২৬ জানুয়ারি ২০২৬