ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  © ফাইল ছবি

কাশ্মির সীমান্তে পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। ভারতের সেনাবাহিনীর বেশ কিছু সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল পার হয়ে গুলিবর্ষণ করলে এ উত্তেজনা দেখা দেয়।

আজ বুধবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো তথ্য সামনে আসেনি।

এনডিটিভি বলছে, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনী ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশ করেছে বলে ভারতীয় সেনাবাহিনীর বেশ কিছু সূত্র জানিয়েছে।

ভারতের সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, ১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উসকানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খলভাবে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০

এনডিটিভি বলছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবং ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশনসের মহাপরিচালকদের মধ্যে হওয়া সমঝোতার নীতিমালা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

২০২১ সালে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সহিংসতার কারণ হতে পারে এমন উদ্বেগগুলো সমাধানে সম্মত হন। উভয় পক্ষই নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত চুক্তি, সমঝোতা এবং যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল বলেও দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence