ভূমিকম্পে মিয়ানমারে নিহত অন্তত ১৪৪, ব্যাংককে নিখোঁজ ৮১

২৮ মার্চ ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৮ PM
ভূমকিম্পে নেপিদোতে ক্ষতিগ্রস্ত রাস্তা

ভূমকিম্পে নেপিদোতে ক্ষতিগ্রস্ত রাস্তা © সংগৃহীত

মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিদোতে, যেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া মান্দালয়ে ৩০ ও সাগায়ে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৭৩২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স হতাহতদের এই সংখ্যা জানিয়েছে।  

মিয়ানমারের পার্শ্ববর্তী থাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিখোঁজ রয়েছেন। ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন শ্রমিক ছিলেন বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে ২০ জন লিফটের ফাঁকায় আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।  

ভবন ধসে কতজন মারা গেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।  

ভূমিকম্পের পর ব্যাংকক ও মিয়ানমারের কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তার জন্য বিশ্বের ‘যেকোনো দেশ ও সংস্থাকে’ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।  

প্রসঙ্গত, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার বলে জানিয়েছে সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক সংস্থাগুলো।

সচিবের বাসায় ফাইল, আজও হচ্ছে না বদলির সংশোধিত নীতিমালা
  • ২৬ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, কর্মস্থল ঢাকা
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি নিয়ে শান্ত-মুশফিকরা
  • ২৬ জানুয়ারি ২০২৬
হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম জামায়াত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাবির অর্ধশতাধিক নবীন শিক্ষককে নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ ক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার
  • ২৬ জানুয়ারি ২০২৬