মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে ২৩ জন নিহত

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জন নিহত হয়
শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জন নিহত হয়  © সংগৃহীত

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২০ জন এবং থাইল্যান্ডে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে মিয়ানমারে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এসব তথ্য জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। প্রায় ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়। প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

এই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত ২০ জন নিহত ও ২০০ জন আহত খবর পাওয়া গেছে। অন্যদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে ৩ জন নিহত হয়েছেন। এখনও ওই ভবনে ৪৩ জন শ্রমিক আটকা পড়ে আছেন।

ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির প্রায় ছয় মাইল গভীরে। কম গভীরতায় হওয়ায় কম্পন ভয়াবহভাবে অনুভূত হয়েছে। এরই মধ্যে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য আহত মানুষ।

মান্দালয়ের বাসিন্দা ৪৫ বছর বয়সী দাউ কি শোইন বলেন, আমার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। আমরা তখন দুপুরের খাবার খাচ্ছিলাম, তখনই ভূমিকম্প শুরু হয়।দাউ কি শোইন নিজেও আহত হয়েছেন। হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন তখনও তাঁর শরীর থেকে রক্ত ঝরছিল।

মান্দালয়ের এই নারী বলেন, ‘ভূমিকম্প শুরু হলে আমরা তাড়াহুড়ো করে নিচতলায় নামার চেষ্টা করি। কিন্তু আমার মেয়ে ভেতরে আটকা পড়ে। তাকে আনতে ভেতরে যাওয়ার চেষ্টা করি। তখনই আমার ওপর ইট পড়ে।’

মান্দালয় জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. কিয়াও জিন বলেন, ‘এখানে অন্তত ২০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০০ জন।’ মিয়ানমারের রাষ্ট্রয়াত্ত সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, ভূমিকম্পে ব্রিটিশ আমলে তৈরি সাগাইং সেতু ভেঙে গেছে। এটি মিয়ানমারের মান্দালয় ও সাগাইং অঞ্চলে ইরাবতী নদীর ওপর নির্মিত হয়েছিল।

ভূমিকম্প আঘাত হানার পর মান্দালয় এবং রাজধানী নেপিদোসহ দেশটির মধ্যঞ্চলের কয়েকটি অংশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে জান্তা সরকার। এ ছাড়া সাগাইং, মান্দালয়, বাগো এবং ম্যাগওয়ে অঞ্চলের পাশাপাশি পূর্ব শান রাজ্যেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারে ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট ফাটল দেখা গেছে এবং ভবনের টুকরো খসে পড়েছে।

এ দিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পায়োংতার্ন সিনাওয়াত্রা ‘তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাংকককে জরুরি অঞ্চল ঘোষণা করার নির্দেশ দিয়েছেন এবং দেশব্যাপী প্রদেশগুলোকে পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জনগণকে সহায়তা দেওয়া সম্ভব হয়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence