ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিল হামাস

২০ মার্চ ২০২৫, ০৮:৪৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৩ PM

© সংগৃহীত

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় দুই মাস পর এবার প্রথম ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়া জানাল হামাস। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তিনটি রকেট কেন্দ্রীয় ইসরায়েলের দিকে ছোড়া হয়। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এবং বাকি দুটি খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই হামলার কথা স্বীকার করেছে। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা তেল আবিব শহর লক্ষ্য করে এম-৯০ রকেট নিক্ষেপ করেছে। গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় গাজায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে।

গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম গাজা থেকে রকেট হামলা করা হলো। এর আগে গত মঙ্গলবার গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। এর পরের দিন তারা স্থল অভিযান শুরু করে। হামাস বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে বন্দী বিনিময়ের বিষয়টিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন।

রাতের বেলা ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইরানসমর্থিত এই গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে।

এদিকে আবার যুদ্ধ শুরু করার প্রতিবাদে গতকাল বুধবার জেরুজালেমের হাজার হাজার মানুষ ইসরায়েলের সংসদ কনেসেটের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু তাঁর জোট সরকারকে শক্তিশালী করতে আবার যুদ্ধ শুরু করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের বিমান হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির নেতানিয়াহুর জোট সরকারে ফিরে আসার ঘোষণা দেন। তিনি জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সরকার থেকে পদত্যাগ করেছিলেন।

গত দুই দিনের অভিযানে গাজায় স্থল অভিযান চালিয়ে নেটজারিম করিডোর আবার দখল করেছে ইসরায়েল। অঞ্চলটি গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে।

কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬