ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১

০৩ মার্চ ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM

© সংগৃহীত

জার্মানিতে ভিড়ের মধ্যে একটি গাড়ির চাপায় অন্তত একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার (৩ মার্চ) দশটির পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহাইমে এ ঘটনা ঘটে। আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

পুলিশ মুখপাত্র স্টেফান উইলহেম বলেছেন, ম্যানহাইমের প্যারাডেপ্লাটজে এক গাড়িচালক একদল লোকের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছেন। বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন, তবে পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে, কতজন আহত হয়েছেন বা তারা কতটা গুরুতরভাবে আহত হয়েছেন।

স্টেফান উইলহেম বলেন, আমরা নিশ্চিত করতে পারি, একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অপরাধী আছে কিনা সে সম্পর্কে আমরা এখনও তথ্য দিতে পারছি না।

ম্যানহাইমের একটি প্রধান চত্বর প্যারাডেপ্লাটজ। একটি পথচারী রাস্তার শেষে অবস্থিত ওই এলাকা। এ এলাকার জনসংখ্যা ৩ লাখ ২৬ হাজার।

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ম্যানহাইম বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, সম্ভাব্য গণহত্যার ঘটনার জন্য তারা প্রস্তুত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালটি তাদের দুর্যোগ ও জরুরি পরিকল্পনা বাস্তবায়ন করেছে।


ম্যানহাইমে বার্ষিক কার্নিভাল উদ্‌যাপনের প্রধান অনুষ্ঠানে কুচকাওয়াজ আয়োজনের একদিন পর এই ঘটনা ঘটল। জার্মানি জুড়ে অনেক মানুষ কার্নিভাল উদ্‌যাপনের জন্য দীর্ঘ সপ্তাহান্তে ছুটিতে আছেন এখন।

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬