বিশ্বে ১২ লাখ কোরআন শরীফ বিতরণের ঘোষণা সৌদি আরবের

কোরআন শরীফ
কোরআন শরীফ  © সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের বার্তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে সৌদি আরব ঘোষণা করেছে যে, তারা ১২ লাখ কোরআন শরীফ বিতরণ করবে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই বিশাল উদ্যোগটির অনুমোদন দিয়েছেন, যা মুসলিম বিশ্বের জন্য এক বিশেষ উপহার হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

৭৯টি ভাষায় অনুবাদকৃত কোরআন শরীফগুলো ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর পাশাপাশি সৌদি আরবের বিদেশি দূতাবাসগুলোতেও পাঠানো হবে।

আরো পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, এটি প্রিন্স সালমানের ‘কোরআন উপহার দেওয়ার প্রোগ্রামের’ অংশ, যা মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।

এ প্রসঙ্গে, সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুলতিফ আল-আশেখ প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, প্রিন্স সালমান বিশ্বের সব মুসলিমের প্রতি তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, এই কোরআনগুলো বিশ্বের সবচেয়ে উন্নত কাগজে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে, এবং বিশেষ করে রমজান মাসে মুসল্লিরা এই কোরআনগুলো থেকে গভীর উপকার পাবেন।

প্রথম দফায় কোরআন শরীফগুলো ৪৫টি দেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসের আগেই কোরআনগুলো বিতরণ করা হবে এবং এর জন্য প্রয়োজনীয় সময় অনুযায়ী সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এর মাধ্যমে বিশ্বের মুসলিমরা একসঙ্গে ইসলামের শিক্ষায় আলোকিত হবেন এবং রমজানের পবিত্র মাসে তাদের ধর্মীয় জীবনে আরও গভীরতা যুক্ত হবে।

এই মহৎ উদ্যোগ সৌদি আরবের মুসলিম বিশ্বে তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence