সড়ক দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি © সংগৃহীত

বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে সৌরভ অক্ষত আছেন।

ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। 

আরও জানায়, বৃষ্টির মধ্যে দাঁতনপুরে আচমকাই একটি ট্রাক তার গাড়িবহরের সামনে এসে পড়ে। সৌরভের গাড়িচালক দ্রুত ব্রেক কষে প্রাথমিক বিপদ সামাল দেন। কিন্তু পেছনে থাকা গাড়িগুলো পরিস্থিতি সামাল দিতে পারেনি। একে একে ধাক্কা খেতে থাকে সৌরভের পেছনে থাকা গাড়িগুলো।

প্রত্যক্ষদর্শীর বরাতে ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সৌরভের পেছনে থাকা গাড়িটি তার রেঞ্জ রোভারে ধাক্কা মারে। সৌরভের গাড়িসহ বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌরভের গাড়িতে থাকা কেউ আহত হননি।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ১০ মিনিট দাঁড়ান সৌরভ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বর্ধমানের উদ্দেশে রওনা দিয়ে অনুষ্ঠানে হাজির হন বিসিসিআইয়ের সাবেক এ সভাপতি। সেখানে বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন ৫২ বছর বয়সী ভারতের সাবেক এ ওপেনার।

সৌরভের সফরসঙ্গীদের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকেই বেঁচে গিয়েছেন সৌরভ। দাঁতনপুর থানার পুলিশের সূত্র অনুসারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সৌরভের গাড়ির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎসজীবী দল নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬